হাড়ের গুড়া সার একটি প্রাকৃতিক জৈব সার যা আপনার গাছের স্বাস্থ্যের উন্নতি ও বৃদ্ধি করতে সহায্য করে।
হাড়ের গুড়া সার কি?
হাড়ের গুড়া একটি প্রাকৃতিক জৈব সার, যা প্রানীর হাড় থেকে উৎপাদিত হয়। সাধারণত গরু,ছাগল ও ভেরার হাড়কে নির্দিষ্ট আকারে গুড়ো করে এটি তৈরি করা হয়। হাড়ের গুড়ায় এমন উপাদান রয়েছে যা গাছে স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। এটি রক্তসার ও ফিসবোন এরছেয়ে বেশি সুবিধা প্রদান করে।
৫ পদ্ধতিতে হাড় গুড়া কাজ করে
হাড়ের গুড়া একটি উপকারি সার যা বিভিন্ন ভাবে গাছের বৃদ্ধিতে সহায়তা করে। যেমন :-
১.মাটিতে ফসফরাস বৃদ্ধি করে
সাধারণত হাড়ের গুড়ায় NPK অনুপাত ৩:১৫:০ এর কাছাকাছি। এর মানে নাইট্রোজেন(N) এবং পটাসিয়াম(K) কম, কিন্তু ফসফরাস(P) এর পরিমাণ অনেক বেশি। সুতারাং হাড়ের গুড়া ফসফরাসের চমৎকার উৎস যা আপনার গাছের সালোকসংশ্লেষণ প্রকৃয়ার জন্য প্রয়োজন।
২. হাড়ের গুড়া ধীর ধীরে মাটিতে মিশে
হাড়ের গুড়া থেকে গাছে খুব ধীরে ধীরে পুষ্টি গ্রহণ করে যা কয়েক মাস চলতে পারে। হাড়ের গুড়া মাটিতে উপকারি জীবানু সৃষ্টিতে সহায়তা করে যার ফলে মাটি গাছের শিকর বৃদ্ধির জন্য অনুকূল হয়।
৩. গাছে ক্যালসিয়াম সরবরাহ করে
ক্যালসিয়াম গাছের শিকরের বৃদ্ধিকে ত্বারান্নিত করে, শক্তিশালী শিকর গঠন করতে সহায়তা করে এবং ফুল ঝড়ে পড়া রোধ করে।
৪. মাটির গুনাগুন ভারসাম্য থাকে
হাড়ের গুড়ার সাথে নাউট্রোজেন যুক্ত সার ব্যবহার করার চেষ্টা করুন। এটি অন্যান্য সারের সাথে ভারসাম্য বজায় রাখে।
৫. হাড়েরর গুড়া একটি জৈবসার
রাসায়নিক সারের বিপরীতে হাড়ের গুড়ার মত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আপনার বাগানকে জৈব বাগান করতে সাহায্য করে।
হাড়ের গুড়া কিভাবে ব্যবহার করব?
নিম্নোলিখিত পদ্ধতিতে আপনার বাগানে হাড়ের গুড়া সার ব্যবহার করতে পারেন। যেমন:-
১. মাটি PH পরীক্ষা করুন
আপনার বাগানের জন্য একটি PH মাপার কিট ক্রয় করুন এবং পরীক্ষা করে দেখুন, মাটির PH মাত্রা ৭ এর নিচে থাকলে তবেই হাড়ের গুড়ো ব্যবহার করুন।
২. পরিমান
প্রতি ২ বর্গফুট মাটির জন্য ২ টেবিল চামচ হাড়ের গুড়া ব্যবহার করুন। মাটিতে হাড়ের গুড়া মেশান বা ছিটিয়ে দিন তবে মনে রাখবেন গাছে রোপনের সময় গর্তের ভাতরে আল্প পরিমান মিশিয় দিবেন।
৩. পানি দিন
হাড়ের গুড়া প্রয়োগের পর পর বাগানে পানি দিন কারণ পানি সারের গঠনকে ভেঙ্গে দেয় এবং সক্রিয় করে, ফলে গাছ সহজে গ্রহণ করতে পারে।
হাড়ের গুড়া ব্যবহারের ৩টি অসুবিধা
আপনার বাগানে হাড়ের গুড়া ব্যবহারের আগে এর তিনটি অসুবিধা জেনে নিন।
১. শুধু pH মাত্র ৭ এর নিচে কাজ করে
ব্যবহারের আগে অবশ্যই মাটি পরীক্ষা করতে ভুলবেন না। মাটির pH মান ৭ এর উপরে হলে আম্লত্ব কমানো জন্য অন্য সার ব্যবহার করুন।
২. অন্য সারের সাথে ব্যবহার
যেহেতু হাড়ের গুড়া সারে ফসফরাস ও ক্যালসিয়াম এর পরিমাণ বেশি তাই মাটিতে অন্যান্য পুষ্টি সংযোজন করতে হতে পারে। অন্যান্য সার যেমন নাইট্রোজেন ও পটাশ সার ব্যবহার করতে পারেন।
৩. অতিরিক্ত ব্যবহার
অতিরিক্ত ব্যবহার এর ফলে গাছকে অন্যান্য পুষ্টি গ্রহনে বাধা সৃষ্টি করে ফলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
Copyrighted by krishibangla.net