মাছের ফুলকা পঁচা রোগ

আক্রান্ত মাছ: কার্প জাতীয় মাছ। পোনা মাছে এ রোগ বেশি দেখা দেয়।


রোগের কারণ:* সাধারণত গ্রীষ্মকালে পুকুরের পানি কমে গেলে ব্রস্কিওমাইসিস নামে এক জাতীয় ছত্রাক মাছের ফুলকায় বাসা বাঁধে এবং রক্তবাহী শিরাগুলি বন্ধ করে দেয়।

* পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে এ রোগ দেখা দেয়।

* অধিক ঘনত্ব, তলদেশে জৈব পদার্থ জমা হওয়ায় দূষণের ফলে এ রোগ হয়।

রোগের লক্ষণ: 

* রক্ত জমাট হয়ে ফুলকা ফুলে যায়।

* ফুলকা চিরুনির উপর লাল ছিট ছিট দাগ দেখা যায়। পরবর্তীকালে এগুলি ঈষৎ ধূসর সাদা রঙের এবং ফুলকার গোড়ার হাড়টুকু বাদ দিয়ে পুরো ফুলকাটি খসে পড়ে।

* অনেক তরল পদার্থ বের হওয়া।

* মাছের শ্বাস কষ্ট হওয়া* শরীরের মিউকাস কমে যাওয়া।

* স্বাভাবিক ঔজ্জ্বল্য থাকে না।* রক্তশূন্যতা এবং রং ফ্যাকাশে হয়ে যাওয়া।


প্রতিরোধ ও প্রতিকার:

* পুকুরের পানি দ্রুত পরিবর্তন করা ও সার ও খাবারের পরিমান কমিয়ে দেওয়া সেই সাথে লক্ষ্য রাখবেন যেন পুকুরে কোন জৈব পদার্থ জমতে না পারে ।

* ২.৫% লবণ পানিতে বা ৫ পিপিম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আক্রান্ত মাছকে ১ ঘণ্টা গোসল করাতে হবে।

* প্রতি কেজি খাবারের সঙ্গে ১-২ গ্রাম অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।

* শতাংশে ৫০০ গ্রাম হারে পাথুরে চুন পুকুরে প্রয়োগ করে জীবাণুমুক্ত করতে হবে।***

বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *