মাছের উকুন / আরগুলোসিস

আক্রান্ত মাছের প্রজাতি: রুই, মৃগেল এবং কাতল।
রোগের কারণ:* মাছের উকুন (Argulus sp.) এর আক্রমণ।* মাটিতে অতিরিক্ত ক্ষতিকর জৈব পদার্থ জমলে।* মজুদ ঘনত্ব বেশি হলে।* গ্রীষ্মকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।রোগের লক্ষণ:* পাখনা এবং আইশের উপরে উকুন দেখা যায়।* রোগের প্রকোপ বৃদ্ধি পেলে মাছের সারা দেহে উকুন ছড়িয়ে পড়ে। মাছের দেহের রস শোষন করে মাছকে ক্ষতবিক্ষত ও দুর্বল করে তোলে।* শক্ত কিছু পেলে গা ঘষে। ক্রমান্বয়ে দেহ ক্ষীণ ও দুর্বল হয়ে মাছ মারা যায়।* মাছ স্বাভাবিক খাবার বন্ধ করে পানির উপরিভাগের সামান্য নিচে দলবদ্ধভাবে অস্থিরতার সাথে চলাফেরা করে।


প্রতিরোধ ও প্রতিকার:* মাছ ছাড়ার পূর্বে পুকুরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পুকুরের তলার অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে* সঠিক ঘনত্বেব মাছ মজুদ করতে হবে* সুস্থ সবল পোনা মজুদ করতে হবে* মজুদের পূর্বে মাছের পোনাকে শতকরা ১ ভাগ লবণ মিশ্রিত পানিতে ২০-২৫ মিনিট গোসল করালে রোগ সংক্ষমণের সম্ভাবনা অনেকাংশে কমে যায়* সুমিথিয়ন ২-৩ মিলি/শতক/ফুট গভীরতা (৫-৭ দিন পর পর ৩ বার)।* ফেনিট্রিন ২-৩ মিলি/শতক/ফুট গভীরতা (৫-৭ দিন পর পর ৩ বার)।* ডিপটারেক্স ৬ গ্রাম/শতক/ফুট গভীরতা (৫-৭ দিন পর পর ৩ বার)।* ডাইলক্স ০.২৫ থেকে ০.৫ পিপিএম পুকুরে প্রয়োগ করা যেতে পারে।* আক্রান্ত ব্রুড মাছের ক্ষেত্রে ৩% লবন পানিতে মাছকে গোসল করানো যেতে পারে।


*** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *