জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নগরে বসবাস করে। ১৯৫০ সালে এর হার ছিল মাত্র ৩০ শতাংশ। ভবিষ্যতে নগরমুখী মানুষের স্রোত আরো বেগবান হবে। ২০৫০ সালে পৃথিবীর প্রায় ৬৬ শতাংশ লোক নগরে বসবাস করবে। ততদিনে আরও অনেক শহর ও মেগা শহর গড়ে উঠবে। তাই বর্তমান নগরগুলোর উন্নয়ন ঘটাতে হবে। অতিরিক্ত […]
Tag: garden
টবে লাউ চাষ পদ্ধতি
ভাল চারা পেতে প্রথমে ভাল জতের বীজ সংগ্রহ করুন। বীজ রোপনের ১২ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখুন। চারা তৈরির জন্য পলিব্যাগে ১ ভাগ মাটি ও ১ ভাগ জৈব সার মিশিয়ে নিন। ১২ ঘন্টা বীজ ভেজানোর পর পলিব্যাগে ১ ইঞ্চি গভীরে বীজ রোপন করে নিয়মিত পানি দিন। চারা গজানোর ১৬-১৭ বয়সে টবে লাগানোর জন্য উপযুক্ত হয়।
টবে তুলসি গাছ রোপন পদ্ধতি
তুলসি গাছ ৪ ঘন্টা রোদ পেলেই যথেষ্ট সারাদিন রোদে রাখতে পার আবার ছায়াতেও রাখতে পার। তবে তুলসি গাছে সব সময় পানি দেয়া যাবে না, যখর টবের মাটি মোটামুটি শুকিয়ে যাবে তখন পানি দিতে হবে। আর প্রতি মাসে ১ মুঠো গুড়া সরিষার খৈল এবং টিএসপি বা ডিএপি আধা চামচ মিশিয়ে প্রতি মাসে ১ চামচ করে টবে প্রয়োগ করতে হবে।
টবে জবা ফুল করার পদ্ধতি
জবা গাছে প্রচুর ফুল পেতে হলে প্রতি মাসে ১ মুটো সরিষার খৈল গুড়ো, ২ চামচ হাড় গুড়ো বা ১ চামচ ফসফেট এবং ১ চামচ পটাশ একসাথে মিশিয়ে গাছে দিয়ে দিতে হবে এতে জবা গাছে সুন্দর ফল আসবে।