তুলসি গাছ ৪ ঘন্টা রোদ পেলেই যথেষ্ট সারাদিন রোদে রাখতে পার আবার ছায়াতেও রাখতে পার। তবে তুলসি গাছে সব সময় পানি দেয়া যাবে না, যখর টবের মাটি মোটামুটি শুকিয়ে যাবে তখন পানি দিতে হবে। আর প্রতি মাসে ১ মুঠো গুড়া সরিষার খৈল এবং টিএসপি বা ডিএপি আধা চামচ মিশিয়ে প্রতি মাসে ১ চামচ করে টবে প্রয়োগ করতে হবে।