জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নগরে বসবাস করে। ১৯৫০ সালে এর হার ছিল মাত্র ৩০ শতাংশ। ভবিষ্যতে নগরমুখী মানুষের স্রোত আরো বেগবান হবে। ২০৫০ সালে পৃথিবীর প্রায় ৬৬ শতাংশ লোক নগরে বসবাস করবে। ততদিনে আরও অনেক শহর ও মেগা শহর গড়ে উঠবে। তাই বর্তমান নগরগুলোর উন্নয়ন ঘটাতে হবে। অতিরিক্ত […]
Tag: গাছের কলম পদ্ধতি
টবে তুলসি গাছ রোপন পদ্ধতি
তুলসি গাছ ৪ ঘন্টা রোদ পেলেই যথেষ্ট সারাদিন রোদে রাখতে পার আবার ছায়াতেও রাখতে পার। তবে তুলসি গাছে সব সময় পানি দেয়া যাবে না, যখর টবের মাটি মোটামুটি শুকিয়ে যাবে তখন পানি দিতে হবে। আর প্রতি মাসে ১ মুঠো গুড়া সরিষার খৈল এবং টিএসপি বা ডিএপি আধা চামচ মিশিয়ে প্রতি মাসে ১ চামচ করে টবে প্রয়োগ করতে হবে।