টবে বেগুন চাষ পদ্ধতি

বেগুন সাধারনত একটি শীতকালিন সবজি, তবে সারা বছর এ চাষ করা যায়। বেগুন বাংলাদেশে অতি পরিচিত একটি সবজি। টবেও এটি ভাল ফলন হয়ে থাকে। আসুন জেনে নিই কিভাবে টবে বেগুন চারা রোপন করব।

চারা সংগ্রহ

নার্সারি থেকে সুন্দর ও বলিষ্ঠ বেগুন চারা এবং একটি ১০-১২ ইঞ্চির টব সংগ্রহ করুন।

মাটি প্রস্তুতকরণ

টবে বেগুন রোপনের জন্য ২ ভাগ দোয়াশ মাটি, ১ ভাগ কোকোপেট বা গাছের গুড়া এবং ১ ভাগ জৈব সার ভাল করে মিশিয়ে নিন। এখন আপনার পছন্দের বেগুন গাছটি টবে রোপন করে ভরপুর পানি দিয়ে দিন।

অন্যন্য পরিচর্যা

বেগুন গাছ রোদ পছন্দ করে তাই এটিকে রোদে রাখতে হবে, তবে হালকা রোদেও এটি হয়। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই টবের মাটি শুকিয়ে যাবার আগেই টবে পানি দিতে হবে। চারা রোপনের ১ সপ্তাহ পরে ১ চামচ ইউরিয়া, ১ চামচ ফসফেট,১ চামচ পটাশ এবং আধা চামচ ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে আড়াই চামচ করে প্রত্যেক ২০ দিন পর পর প্রয়োগ করতে হবে। এভাবে করলে বেগুন গাছ প্রায় ২ বছর গাছটি ফল দিতে থাকবে।

রোগবালাই ব্যবস্থাপনা

বেগুনে গাছে রোগ-পোকার আক্রমন বেশি তাই সতর্কতা অবলম্বন করতে হয়। বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা হল ডগা ও ফল ঝিদ্রকারি পোকা। এসব রোগ-পোকার আক্রমন থেকে রক্ষা পেতে হলে প্রতি মাসে  বেগুন গাছে ভাল কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে।

টিপস

টবে ভাল ফল পেতে চাইলে গ্রোথ রেগুলেটর প্রতি মাসে স্প্রে করতে পার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *