সাত-আট দিন পর পূণরায় মাটি খুচিয়ে দিতে হবে। মাটি যখন খুব ঝুরঝুরে হবে তখন কলমি শাকের বীজ বপন করতে হবে ।
Tag: the garden
টবে লাউ চাষ পদ্ধতি
ভাল চারা পেতে প্রথমে ভাল জতের বীজ সংগ্রহ করুন। বীজ রোপনের ১২ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখুন। চারা তৈরির জন্য পলিব্যাগে ১ ভাগ মাটি ও ১ ভাগ জৈব সার মিশিয়ে নিন। ১২ ঘন্টা বীজ ভেজানোর পর পলিব্যাগে ১ ইঞ্চি গভীরে বীজ রোপন করে নিয়মিত পানি দিন। চারা গজানোর ১৬-১৭ বয়সে টবে লাগানোর জন্য উপযুক্ত হয়।
টবে জবা ফুল করার পদ্ধতি
জবা গাছে প্রচুর ফুল পেতে হলে প্রতি মাসে ১ মুটো সরিষার খৈল গুড়ো, ২ চামচ হাড় গুড়ো বা ১ চামচ ফসফেট এবং ১ চামচ পটাশ একসাথে মিশিয়ে গাছে দিয়ে দিতে হবে এতে জবা গাছে সুন্দর ফল আসবে।