শোল মাছ আমাদের দেশে এখন প্রায় বিলুপ্ত প্রজাতীর মাছ র হয়ে যাচ্ছে। শোল মাছ বাজারের দামি মাছ। শোলের দাম কেজিপ্রতি তিনশ’ টাকার কম নয় অথচ তা চাষে খরচ খুবই নিন্ম। শোল মাছ সব ধরনের দুর্যোগ যেমন খরা, অতিবৃষ্টি কিংবা প্রতিকূল পরিস্থিতি সবকিছু সহ্য করতে পারে- যা অন্য মাছের জন্য কঠিন। মা শোল মাছই নিজেদের মতো […]