মলা মাছের প্রজনন: মলা মাছ প্রথম বছরেই প্রজননক্ষম হয়। সাধারণত এপ্রিল থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এরা প্রজনন করে থাকে। বছরে কমপক্ষে ২-৩ বার ডিম দেয়।ডিম দেওয়ার ক্ষমতা: ১০০০-৮০০০ টিপুষ্টিমান: মলাতে প্রচুর ভিটামিন-এ, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রণ থাকে। স্থান নির্বাচন ও পুকুরের বৈশিষ্ট্য* পুকুর রৌদ্র আলোকিত খোলামেলা জায়গায় হাওয়া উত্তম এবং পাড়ে ঝোপ-জঙ্গল থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে।* […]