টবে লাউ চাষ পদ্ধতি

ভাল চারা পেতে প্রথমে ভাল জতের বীজ সংগ্রহ করুন। বীজ রোপনের ১২ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখুন। চারা তৈরির জন্য পলিব্যাগে ১ ভাগ মাটি ও ১ ভাগ জৈব সার মিশিয়ে নিন। ১২ ঘন্টা বীজ ভেজানোর পর পলিব্যাগে ১ ইঞ্চি গভীরে বীজ রোপন করে নিয়মিত পানি দিন। চারা গজানোর ১৬-১৭ বয়সে টবে লাগানোর জন্য উপযুক্ত হয়।

Read More